বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

ওয়ালটন গুণগতমানের কারণে অল্প সময়ে গ্রাহকদের  আস্থা কুড়িয়েছে ----------------চেম্বার সভাপতি মাহবুবুল আলম

চট্টগ্রামে ওয়ালটন এর নতুন শো-রুম ইলেক্ট্রনিক্স ভিলেজ এর উদ্বোধন করছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম

চট্টগ্রাম চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মাহবুবুল আলম বলেছেন,  দেশীয় পণ্য ওয়ালটন তাদের গুণগতমানের কারণে দেশ বিদেশে অল্প সময়ের ব্যবধানে গ্রহকদের আস্থা অর্জনের সক্ষম হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামের আনাচে কানাছে ওয়ালটন পণ্য ছড়িয়ে পড়েছে। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত ওয়ালটন পন্য স্থান করে নিয়েছে। 

গতকাল ২৪ নবেম্বর চট্টগ্রাম নগরীর মৌলভী পুকুর পাড় সরাফত উল্ল্যাহ পাম্পের সামনে বিশাল ওয়ালটনের শো-রুম ইলেক্ট্রনিক্স ভিলেজের উদ্বোধনকালে চেম্বার সভাপতি উপরোক্ত কথা বলেন। ইলেক্ট্রনিক্স ভিলেজে সত্বাধিকারী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, ও চেম্বারের পরিচালক মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন। উপস্থিত ছিলেন এস এম এরশাদুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউসিবিএল এর ডাইরেক্টর সাব্বির আহমদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবদুল আজীম, মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব শপি, ব্যাংকার হারুনুর রশীদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আইবিআইটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আলগীর, ইঞ্জিনিয়ার নুরুল আলম, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ফারুকী, ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসাইন, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন প্রমুখ। 

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, আমরা গ্রহকদের আস্থা অর্জন করার জন্য প্রোডাক্টের মানের দিকে সবচেয়ে লক্ষ রাখি। ওয়ালটনের প্রতিটি পণ্য মানসম্মত এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরী। দেশীয় শিল্পের মধ্যে ওয়ালটন বর্তমান সময়ে সবচেয়ে ভাল সামগ্রি উৎপাদন করে যাচ্ছে সাথে সাথে প্রতিটি পণ্যে বিশেষ ছাড় দিয়ে গ্রহকদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসছে । তিনি ওয়ালটনের সেবা গ্রহণের জন্য সকলেল প্রতি আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ